Print Date & Time : 13 August 2025 Wednesday 8:03 pm

শেয়ার বেচবেন গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ বদরুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সৈয়দ বদরুল আলমের কাছে থাকা কোম্পানির মোট সাত লাখ ৮০ হাজার ৭৯৯টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি আট হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আাগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজারদরে শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন তিনি। এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৪৫ শতাংশ বা ৬০ পয়সা কমে সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৪ টাকা। দিনজুড়ে ১৮ লাখ ২৯ হাজার ৯১১টি শেয়ার মোট এক হাজার ২৭২ বার হাতবদল হয়, যার বাজারদর চার কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ২৫ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সা ওঠানামা করে।