শেয়ার বেচবেন প্যাসিফিক ডেনিমের তিন পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. শফিউল আজম (মহসিন), মো. সাদেকুল আলম (ইয়াসিন) এবং করপোরেট পরিচালক ডিজনি প্রপারটিস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) বর্তমানে কোম্পানিটির দুই কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২ শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে সাড়ে আট লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আরেক কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. সাদেকুল আলম (ইয়াসিন) বর্তমানে কোম্পানিটির এক কোটি ৫২ লাখ ৭২ হাজার ৩০৯ শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে ৫ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে করপোরেট পরিচালক ডিজনি প্রপারটিস লিমিটেড বর্তমানে কোম্পানিটির ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮ শেয়ার ধারণ করছেন। তার ধারণকৃত মোট শেয়ার থেকে এক লাখ ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে বিক্রি করবেন তারা।

বস্ত্র খাতের কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৮১ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬০ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮ কোটি ১৭ লাখ ৩২ হাজার ৮১৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৯৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ পয়সা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ নগদ ও এক শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ পয়সা।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৩৮ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১২ টাকা ৩০ পয়সা।