নিজস্ব প্রতিবেদক: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের (বিবিএস) উদ্যোক্তা মো. আশরাফ আলী খান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালক মো. আশরাফ আলী খানের কাছে নিজ কোম্পানির মোট ৯৩ লাখ ৭২ হাজার ১৩২টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি পাঁচ লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কর্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরের পাঁচ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৬ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৬৮ পয়সা। আগের বছরে একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৩৬ পয়সা এবং ১৪ টাকা ৬৮ পয়সা। ২০১৫ সালের সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর থেকে পাঁচ শতাংশ কম।