শেয়ার বেচবে আরএকে সিরামিকসের উদ্যোক্তা

 

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের করপোরেট উদ্যোক্তা আরএকে সিরামিকস পিএসসি, ইউএই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির করপোরেট উদ্যোক্তা আরএকে সিরামিকস পিএসসি, ইউএই’র কাছে ২৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৫২২টি শেয়ার রয়েছে। তার মধ্যে থেকে ৫৫ লাখ শেয়ার বিক্রি করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৭২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ৯১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। সিরামিক খাতের কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির শেয়ারদর দশমিক ৮৮ শতাংশ বা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সবশেষ ৫৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ছয় লাখ ৮৬ হাজার ৪৩১টি শেয়ার মোট ৬০০ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৯৩ লাখ ৫১ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫৬ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫৫ টাকা থেকে ৭৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।