Print Date & Time : 6 July 2025 Sunday 4:11 am

শেয়ার বেচবে প্যারামাউন্টের করপোরেট পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের করপোরেট  পরিচালক প্যারামাউন্ট স্পিনিং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির করপোরেট পরিচালক প্যারামাউন্ট স্পিনিং লিমিটেডের কাছে মোট এক কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ৪৭ লাখ শেয়ার বিক্রি করা হবে। আগামী ৩০ কর্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

উল্লেখ্য, প্যারামাউন্ট টেক্সটাইল ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ ও সাত শতাংশ বোনাসসহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪২ পয়সা।