নিজস্ব প্রতিবেদক: আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মো. আবু তাহের কোম্পানিটির ধারণ করা মোট ২১ লাখ ৩৪ হাজার ৩২৩ শেয়ার থেকে ২৭ হাজার ৪৯৭ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৪১ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ৩৬ দশমিক ৩৫ শতাংশ শেয়ার।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: পরিচালক ব্যারিস্টার মেহনাজ মান্নান শেয়ার হস্তান্তর করবেন। স্বামী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে ২৪ লাখ ৬৯ হাজার ৪৪৭টি শেয়ার উপহার দেবেন তিনি। মেহনাজ মান্নানের কাছে কোম্পানির মোট ৫৬ লাখ ৯৫ হাজার ২৭৭টি শেয়ার আছে। এর মধ্য থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্বামীকে দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর অনুমোদনসাপেক্ষে উল্লিখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হবে।
কোম্পানিটির ১২ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ২৯৬টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকের কাছে রয়েছে ৩১ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৭ দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪০ দশমিক ৯১ শতাংশ শেয়ার।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: পরিচালক তাসলিমা ইসলামের কাছে কোম্পানির মোট ২১ লাখ ২০ হাজার ৬৩৭ শেয়ার রয়েছে; তা থেকে তিনি আট লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।
কোম্পানিটির মোট চার কোটি আট লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক সাত শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৬ শতাংশ শেয়ার।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: পরিচালক এএসএম কাসেম কোম্পানির চার লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবেন।