শেয়ার বেচাকেনা করবেন দুই কোম্পানি পরিচালক

 

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আর বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিনিয়োগকারী পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড: কোম্পানিটির উদ্যোক্তা এমএস আসগর মোট ১৭ লাখ ৭৬ হাজার ৪২০টি শেয়ার ধারণ করছেন। তা থেকে তিনি ১৭ লাখ ৭৫ হাজার ৬৪৮টি শেয়ার বর্তমান বাজারদরে সাধারণ মার্কেটে বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার বিক্রি সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর তিন দশমিক ৯ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১০ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ৪২ লাখ ১০ হাজার ১২৬টি শেয়ার মোট ৫৯১ বার হাতবদল হয়, যার বাজারদর চার কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিন্ম ৯ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ১০ টাকায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর আট টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকার মধ্যে ওঠানামা করে।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তিন হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন দুই হাজার ৬৫৪ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৬৫ কোটি ৪৯ লাখ সাত হাজার ৯১৩টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৩২ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা বা পরিচালক, প্রতিষ্ঠানিক ১৭ দশমিক ৭০ শতাংশ, বিদেশি দুই দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪৭ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বিনিয়োগকারী পরিচালক নুরুল আজিম সানি আট লাখ ৬২ হাজার ২৭৭টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে, গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ২৮ শতাংশৃ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৮০ হাজার ৫৬৫টি শেয়ার মোট ৬৭ বার হাতবদল হয়, যার বাজারদর ২১ লাখ ৩২ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ২৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২১ টাকা ২০ পয়সা থেকে ৩৮ টাকার মধ্যে ওঠানামা করে। বিমা খাতের কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।