Print Date & Time : 8 July 2025 Tuesday 3:04 am

শৈলকুপায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, খালকুলা গ্রামের আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, নবীন ও উজ্জলের বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে বিরোধপুর্ণ জমিতে গেলে আমজাদকে বেধঢ়ক পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।