শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে টাইমস স্কয়ারে ভিডিও চিত্র প্রদর্শন

বাংলাদেশের জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে ১৫ আগস্ট নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। এ উদ্যোগ ফলপ্রসূ করার লক্ষ্যে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি ডামি চেক হস্তান্তর করা হয়। এ সময় আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন, টেক্সটাইল বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মেহমুদ এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি