Print Date & Time : 5 September 2025 Friday 11:18 am

শোক দিবস উপলক্ষে সাউথইস্ট ব্যাংকে দোয়া মাহফিল আয়োজন

সাউথইস্ট ব্যাংকের ৬৬৬তম বোর্ড সভার প্রারম্ভে গতকাল যথাযথ সম্মান এবং ভাবগাম্ভীর্যপূর্ণভাবে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শোক পালন কর্মসূচির আওতায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক জোসনা আরা কাশেম, ম. মনিরুজ জামান খান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম, আঞ্জুমান আরা সাহিদ, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ও কোম্পানি সচিব একেএম নাজমুল হায়দার। বিজ্ঞপ্তি