বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগম চিকিৎসারত অবস্থায় গতকাল রাত ৩:৩০ মিনিটে মারা গেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি,ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি,ফেনী জেলা জাসদ (ইনুর)সাবেক সভাপতি,ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উওোলক প্রিন্সিপাল আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী ছিলেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তিনি এর আগে বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার নামাজের জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে অনুষ্ঠিত হয়। তার স্বামীর কবরের পাশে তাঁকে চীর নিদ্রায় শায়িত করা হয়। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 10:03 pm
শোক বার্তা
গণমাধ্যম ♦ প্রকাশ: