Print Date & Time : 26 August 2025 Tuesday 8:54 pm

শোয়েব আখতারকে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহখানেক আগে টেলিভিশন অনুষ্ঠানে করা এক মন্তব্যের জন্য বিপাকে পড়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার। ১০০ কোটি পাকিস্তানি রুপির মানহানি মামলার হুমকি পেলেন তিনি।

আইনি নোটিশ দিয়ে শোয়েবকে মামলার হুমকি দিয়েছেন দেশটির টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক নোমান নিয়াজ। শোয়েব যখন পাকিস্তান দলের সদস্য, তখন নিয়াজ ছিলেন পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের (পিটিভি) স্পোর্টস ডিরেক্টর। পাশাপাশি পাকিস্তান দলের ‘ডেটা অ্যানালিস্ট’-এরও কাজ করতেন।

তা কী মন্তব্য করেছিলেন শোয়েব? তামাশা নামক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নিয়াজ আমাদের ব্যাগ ও মালপত্র বয়ে নিয়ে যেত। দলে এটাই ওর কাজ ছিল। এর বাইরে ওকে কিছু করতে দেখিনি।’ এই মন্তব্যে অপমানিত হয়ে নিয়াজ ক্ষেপেছেন।

নিয়াজ তার আইনজীবীদের মাধ্যমে আখতারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আখতারকে। তিনি যদি তা না করেন তা হলে আখতারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করবেন তিনি।

এবারই থম নয়, এর আগেও শোয়েব ও নিয়াজের মধ্যে প্রকাশ্যে বিবাদ হয়েছে। ২০২১ সালে টেলিভিশনের অনুষ্ঠান চলার মাঝে আখতারকে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন সঞ্চালক ভূমিকায় থাকা নিয়াজ। সেই ঘটনা নিয়ে অনেক বিতর্ক হয়েছিলো। শেষ পর্যন্ত পাকিস্তান সরকারকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন নিয়াজ।