Print Date & Time : 29 August 2025 Friday 10:12 am

শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা

প্রতিনিধি, সাভার (ঢাকা): পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলনের মধ্যে গতকাল শুক্রবার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন।

গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা একত্র হয়। পরে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আজ (শুক্রবার) সকালের দিকে নরসিংহপুর এলাকায় কিছু লোকজন বিক্ষোভ করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিক্ষোভকারীরা পোশাকশ্রমিক ছিল কি না তা জানা যায়নি। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, এখন পরিস্থিতি ভালো আছে।