Print Date & Time : 10 August 2025 Sunday 10:11 pm

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি, গাজীপুর: শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর মহানগরের গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সকালে বিক্ষোভের পর তারা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজ্জাকুল হায়দার জানান, শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে গাজীপুরা এলাকার তানাজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ করেন। এ সময় ওই মহাসড়কের উভয় লেনে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

শিল্প পুলিশ আরও জানায়, কাজ না থাকায় মালিকপক্ষ তাদের দুই হাজার ৮১০ শ্রমিকের মধ্যে আইন মোতাবেক সব পাওনা পরিশোধ করে এক হাজার ২৯৬ জন শ্রমিক ছাঁটাই করতে চাচ্ছে।

অপরদিকে, শ্রমিকদের যাতে ছাঁটাই না করা হয় এর জন্য তারা বিক্ষোভ করেন এবং মহাসড়কে নামেন। আগামী ৪ জুন মালিকপক্ষের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বললে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। পরে যানবাহন চলাচল শুরু হয় বলে জানা গেছে।