শ্রীনগরে রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (12, 2); aec_lux: 96.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র শিশু রাকিব (১৩) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) এলাকাবাসীর আয়োজনে লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।

নিহত রাকিবের মা রাবু আক্তার বলেন, আড়াই বছর ধরে আমি বিচার পাচ্ছি না প্রশাসনের লোক বলছে আপনি বিচার পাবেন পাবেন। আমি এখনো ছেলে হত্যার বিচার পাচ্ছি না। আমার ছেলেকে বলাৎকার করে গলা কেটে হত্যা করা হয়েছে। মেডিসিন দিয়ে ওর শরীর পুড়ে ফেলেছে। আমি রাকিবের খুনিদের ফাঁসি চাই।

এ সময় আরো বক্তব্য দেন-নিহতের পিতা মোশারফ হোসেন, বোন সাদিয়া আক্তার, চাচি রোকসানা বেগমসহ এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কৌশিক, জাফর শেখ, সোনা মিয়া, হিরন খাঁন, অবিলম্বে রাকিব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।