Print Date & Time : 5 September 2025 Friday 6:33 pm

শ্রীপুরে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের মেস থেকে অজ্ঞাত এক শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় পৌরসভার উত্তর বেড়াইদেরচালা এলাকার মনিরম্নজ্জামান শীতলের মেসের টয়লেট থেকে মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

মেসের ব্যবস্থাপক মাহবুব হোসেন সাগর জানান, সকাল ১০ টার দিকে পাশের মার্কেটের দোকানের এক ছেলে শীতলের মেসের টয়লেটে যায়। বাহির থেকে টয়লেটের দরজা সিটকানো লাগানো ছিল। এসময় সিটকানি খুলে ধাক্কা দিলে ভিতরে অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করে। ওই মেসে এস কিউ গ্রম্নপের এসকিউ সেলসিয়াস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা ব্যাচেলর ভাড়া থেকে চাকরি করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শিশুর গলায় একটি দাগ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ টয়লেটে ফেলে দরজা বাহির থেকে সিটকিনি লাগিয়ে রেখেছে। শিশুর মরদেহ ময়না তদন্ত্মের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত্ম প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।