Print Date & Time : 29 August 2025 Friday 6:30 pm

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু তামান্না আক্তার (১১) এবং তাসলিমা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ৯টায় উপজেলার রঙ্গীলা বাজার এবং বরামা এলাকায় রাত সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তাসলিমা আক্তার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা এলাকার সোহাগ মিয়ার স্ত্রী এবং তামান্না আক্তার পঞ্চগড় জেলার বাসিন্দা আল আমিনের মেয়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঈদের ছুটি শেষে মোটরসাইকেলে স্ত্রী পারুল আক্তার ও মেয়ে তামান্নাকে নিয়ে আল-আমিন দিনাজপুর থেকে শ্রীপুরের বরামা এলাকায় কর্মস্থলে ফিরছিলেন। মাওনা-বরমী সড়কের বরামা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই শিশু তামান্না নিহত হয়। আল-আমিনের স্ত্রী পারুল আক্তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাসলিমা আক্তার। এসময় ময়মনসিংহগামী দ্রুত গতির অজ্ঞাত একটি বাস রঙ্গীলা বাজার এলাকায় তাসলিমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উভয় দুর্ঘটনায় চালক, ট্রাক ও বাসকে আটক করা যায়নি। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।