প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। গতকাল বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার কলেজ রোডে একটি বিরিয়ানির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের কাপড়, লেপ-তোষকের দোকান, ফার্মেসিসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকানের মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, আগুন লাগার সংবাদে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।