প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধ ওই ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া জানান, অভিযানে লতিফপুর গ্রামের মেসার্স কেবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স এলবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স এলবিএম ব্রিকস-২ কে ৪ লাখ টাকা, মেসার্স এবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এস্কাভেটর মেশিন দিয়ে ভাটার চিমনি ও মূল উৎপাদনমুখ ভেঙে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, গাজীপুর জেলা পুলিশের সদস্য অংশগ্রহণ করেন। অবৈধ ইটভাটা উচ্ছেদে এটি পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশবিশেষ বলেও জানান অভিযান সংশ্লিষ্টরা।