Print Date & Time : 15 September 2025 Monday 11:36 am

শ্রীবরদী সাহিত্য আড্ড

প্রতিনিধি, শেরপুর: গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে শ্রীবরদী এপিপি হাইস্কলের শিক্ষক মিলনায়তে আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছড়াকার হারুনুর রশীদ। শ্রীবরদী শাখার আহ্বায়ক প্রভাষক কবি আজাদ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব ছড়াকার নূরুল ইসলাম নাযীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেলা সমন্বয়ক প্রবীণ লেখক নূরুল ইসলাম মনি।

 দাদু ভাই, শ্রীবরদী শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও কবি আজিজুর রহমান মণ্ডল, সিনিয়র কবি হাদিউল ইসলাম, জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম।