শ্রীমঙ্গলে সদগুরু কবিরজীর ৬২৮ তম আবির্ভাব তিথি উদযাপন

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদগুরু কবিরজীর ৬২৮ তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বিশ্বশান্তি ও সকল জীবের কল্যাণার্থে দিনব্যাপী আরতি, চৌকাযজ্ঞ অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারোলাইনের নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ কবির পন্থী পাইনকা সমাজের আয়োজনে আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফুলছড়া গারোলাইনের সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নাটমন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।

পরে বাংলাদেশ কবির পন্থী পাইনকা সমাজের সভাপতি নির্মল দাশ পাইনকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাইনকা সমাজের সাধারণ সম্পাদক দুলাল দাশ পাইনকা, কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা, প্রচার সম্পাদক বালক দাশ পাইনকা, সদস্য সেবক দাশ পাইনকা প্রমুখ।