Print Date & Time : 8 July 2025 Tuesday 11:16 am

শ্রীলংকাকে দেয়া ঋণের ৫ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে নেয়া ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন) ঋণের ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) পরিশোধ করছে। গত ১৭ আগস্ট প্রথম কিস্তি পরিশোধ করছে। এর ফলে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা প্রথম কিস্তি পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেয়ার কথা রয়েছে। পুরো ঋণ এ বছর পরিশোধ করবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। এক বছরমেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশ। সে সুদ নিয়মিত পরিশোধ করতেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।