শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ দিচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকা মূল্যের ওষুধ সহায়তা দিচ্ছে বাংলাদেশ। গতকাল দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পণ্যের মধ্যে সরকার দিয়েছে ১০ কোটি টাকার ওষুধ ও বেসরকারি খাত দিয়েছে ১০ কোটি টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপন ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাতেœ। এ সময় পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কভিড-১৯-এর কারণে সাপ্লাই চেইনে সমস্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য বিশ্বের সব দেশে সমস্যা হচ্ছে এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কাও এর ব্যতিক্রম নয়। এই সময় পারস্পরিক সহায়তা আগের যেকোনো সময়ের থেকে বেশি জরুরি।

স্থানীয় বেসরকারি ওষুধ শিল্পকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাদের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।’

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কিছু ওষুধ শ্রীলঙ্কার জনগণকে দেয়া হচ্ছে। আমরা অন্যান্য সহায়তার বিষয়গুলোও বিবেচনা করছি।