Print Date & Time : 6 July 2025 Sunday 4:00 am

শ্রীলঙ্কাজুড়ে বিশৃঙ্খলা

শেয়ার বিজ ডেস্ক: গণবিক্ষোভে তপ্ত শ্রীলঙ্কাজুড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ‘হদিস’ নেই। তার পদত্যাগের দাবি উঠেছে দ্বীপরাষ্ট্রে। এ অবস্থায় ১৩ জুলাই (আজ) রাজাপক্ষে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার। এই পরিস্থিতিতে পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করলেন সে দেশের প্রধান বিরোধী নেতা সাজিত প্রেমদাসা। খবর: বিবিসি।

দেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি শামিল হতে চান বলে বিবিসিকে জানিয়েছেন সাজিত। এজন্য সমর্থন আদায়ের ব্যাপারে শরিকি দলগুলোর সঙ্গে আলোচনা সেরেছে তার দল সামাগি জন বালাউইগায়া (এসজেবি)।

অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের অংশ হতে চান বলে জানিয়েছেন প্রেমদাসা। এর আগে, গত এপ্রিলে তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। দ্বীপরাষ্ট্রে বর্তমানে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সাজিত।

অন্যদিকে প্রেসিডেন্টের চেয়ারে স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে বসতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

আজ প্রেসিডেন্ট পদ থেকে রাজাপক্ষে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন স্পিকার। এরপর সর্বদলীয় অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে শ্রীলঙ্কায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ নির্বাচন করা হবে।