Print Date & Time : 9 September 2025 Tuesday 11:55 am

শ্রীলঙ্কায় সুদহার ২১ বছরে সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক: শ্রীলঙ্কায় এবার সুদের হার বাড়ানো হয়েছে, যা দেশটির ইতিহাসে ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। উচ্চ মূল্যস্ফীতি ও চাহিদা নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। খবর: আল জাজিরা।

অর্থনৈতিকভাবে দেউলিয়া দেশটি ঋণের বিপরীতে সুদহার ১০০ পয়েন্টভিত্তিতে বাড়িয়ে ১৫ দশমিক ৫ শতাংশ করেছে। আর আমানতের বিপরীতে সুদহার নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর জুনে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি বেড়ে ৫৪ দশমিক ৬ শতাংশে দাঁড়ায়। তবে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮০ দশমিক ১ শতাংশে।

গত বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সংসদে জানান, আগামী মাসগুলোয় মূল্যস্ফীতি ৬০ শতাংশে উন্নীত হতে পারে। প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছেন তিনি। বিক্রমাসিংহে আইনপ্রণেতাদের জানিয়েছেন, ভেঙে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করা অনেক কঠিন। কারণ দক্ষিণ এশিয়ার দেশটি এখন আর উন্নয়নশীল দেশের তালিকায় নেই, এটি এখন একটি দেউলিয়া রাষ্ট্র।

কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কা মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও জ্বালানি কিনতে দেশটির নাগরিকরা হিমশিম খাচ্ছেন। খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি দীর্ঘ বিদ্যুৎ ঘাটতি চলছে। এ অবস্থায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করেছেন। রাষ্ট্র পরিচালনায় রাজাপক্ষের অনেক অব্যবস্থাপনা ও নীতিতে দুর্বলতা ছিল। রাসায়নিক সার ব্যবহারের ওপর আকস্মিক নিষেধাজ্ঞা ও কর কমানোর মতো বিপর্যয়কর কিছু নীতি নিয়েছেন তিনি। এ কারণে এ সংকট তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জনগণের ওপর। এ কারণে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। পরবর্তীকালে যা সহিংসতায় রূপ নেয়।

কেন্দ্রীয় ব্যাংক চলতি বছর দেশের অর্থনীতি মন্দায় রূপ নিতে পারে বলে সতর্ক করেছে। অর্থনীতি সর্বোচ্চ ৭ দশমিক শূন্য শতাংশ সংকুচিত হতে পারে।