শ্রীলঙ্কার চা উৎপাদন বেড়েছে দুই কোটি কেজি

শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির প্রভাব কাটিয়ে চাঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার চা খাত। দেশটিতে চা উৎপাদন ও রপ্তানির পরিমাণ বাড়ছে পাল্লা দিয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গত বছরের একই সময়ের তুলনায় দেশটির চা উৎপাদন দুই দশমিক ৩৫ কোটি কেজি বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৪০ লাখ ৩০ হাজার কেজি। একই সময়ে দেশটি চা রপ্তানি করেছে ছয় কোটি ৯৮ লাখ ৯০ হাজার কেজি। খবর: ডেইলি এফটি।

২০২০ সালের মার্চে কভিড মহামারির শুরু দিকে শ্রীলঙ্কায় চা উৎপাদনের পরিমাণ ছিল পাঁচ কোটি ৩৬ লাখ ৮০ হাজার কেজি। চলতি বছর উৎপাদন দুই কোটি তিন লাখ ৫০ হাজার বেড়ে সাত কোটি ৪০ লাখ ৩০ হাজার কেজিতে পৌঁছে। প্রবৃদ্ধির হিসেবে এ খাতের সব ক্ষেত্রেই বলিষ্ঠ ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত বছরের কমে যাওয়া উৎপাদন এ বছরের মার্চে ৪৮ শতাংশ বেড়েছে।

ক্রমবর্ধমান উৎপাদনের ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সিটিসি চা মোট উৎপাদন হয়েছে ৬৫ লাখ ৮০ হাজার কেজি। গত বছরের একই সময়ে এ চা উৎপাদন হয়েছিল ৫৩ লাখ ২০ হাজার কেজি। সে হিসেবে উৎপাদন বেড়েছে ১২ লাখ ৬০ হাজার কেজি। 

আমেরিকান ম্যাগাজিন ফোর্বস ও ব্রিটিশ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়াকার্স এ খাতের বিভিন্ন দিকের পৃথক বিশ্লেষণে জানায়, গত বছরের তুলনায় এ বছর চা খাত চাঙ্গা হয়ে উঠছে। চলতি বছরের মার্চে চা উৎপাদন হয়েছে মোট দুই কোটি ৮৪ লাখ ১০ হাজার কেজি। গত বছরের একই মাসে উৎপাদনের পরিমাণ ছিল এক কোটি ৩৮ লাখ ৩০ হাজার কেজি। সে হিসেবে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে এক কোটি ৪৫ লাখ ৮০ হাজার কেজি বেশি উৎপাদন হয়েছে। একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ১২৯ শতাংশ।

চলতি বছরের মার্চে মোট দুই কোটি ৫৮ লাখ ১০ হাজার কেজি চা রপ্তানি করেছে শ্রীলঙ্কা। গত বছরের একই মাসে এক কোটি ৩৮ লাখ ৩০ হাজার কেজি চা রপ্তানি করতে পেরেছিল দেশটি। গত মাসে এ খাত থেকে মোট রাজস্ব এসেছে দুই হাজার ৪৫৪ কোটি রুপি। গত বছরের মার্চে এ খাত থেকে রাজস্ব আয় এসেছিল এক হাজার ১৫৭ কোটি রুপি। সে হিসেবে রাজস্ব আয় বেড়েছে এক হাজার ২৯৭ কোটি রুপি।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট চা রপ্তানি হয়েছে ছয় কোটি ৯৮ লাখ ৯০ হাজার কেজি। গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল পাঁচ কোটি ৯৫ লাখ ৮০ হাজার কেজি। রপ্তানি বেড়েছে এক কোটি তিন লাখ ১০ হাজার কেজি। চলতি বছরের মার্চে পণ্যটির ফ্রি অন বোর্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ রুপি, যা রেকর্ড সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারিতে ফ্রি অন বোর্ড ভ্যালু ছিল ৯৪০ রুপি। গত বছরের মার্চে ফ্রি অন ভ্যালু ছিল ৮৩৬ রুপি।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার চা আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে তুরস্ক। দেশটি শ্রীলঙ্কা থেকে সিলন চায়ের প্রধান আমদানিকারক। এর পরই রয়েছে ইরাক, রাশিয়া ও চীন। এছাড়া ইরান, আরব আমিরাত, সিরিয়া, আজারবাইজান ও লিবিয়াতেও চা রপ্তানি করে শ্রীলঙ্কা।