Print Date & Time : 29 August 2025 Friday 9:48 am

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

শেয়ারবিজ ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে। তিনি রাজাপাকসেদের রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) নেতা। শুক্রবার ( ২২ জুলাই) তিনি শপথ নেন। তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর ডেইলি মিরর, নিউজ ফার্স্ট।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করা দ্বীপরাষ্ট্রটিতে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার একদিন পর গুনাবর্ধনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে জানা যায়, শ্রীলঙ্কায় একযোগে পদত্যাগ করা আগের মন্ত্রিসভাই আবারও শপথ নিতে চলেছে। শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে শপথ নেওয়ার কথা তাদের। জাতীয় সরকার গঠনের আগ পর্যন্ত এই মন্ত্রিসভা বহাল থাকবে এবং পরে তাতে রদবদল আনা হবে।

দীনেশ গুণবর্ধন ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি নেদারল্যান্ডের নিজেনরোড বিজনেস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যবসায় ডিপ্লোমা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন ও আন্তর্জাতিক পরিবহনে বিবিএ ডিগ্রি অর্জন করেন।

পরে ১৯৭৩ সালে শ্রীলঙ্কায় ফিরে এসে তিনি মহাজানা একসেঙ্গ পেরামুনা (এমইপি) এর মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।