শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ‘মহামান্য’ ডাকা যাবে না

শেয়ার বিজ ডেস্ক: প্রেসিডেন্টকে ‘মহামান্য’ ডাকা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে প্রেসিডেন্টের পতাকাও বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

গত শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই ঘোষণা দেন। টেলিভিশনে দেয়া ভাষণে রনিল বলেন, প্রেসিডেন্টের পতাকা বিলুপ্ত করা হবে। কেননা দেশকে শুধু একটি পতাকা ঘিরেই জড়ো হতে হবেÑসেটি হচ্ছে জাতীয় পতাকা। আমি কখনও কোনো অসাংবিধানিক কাজে সহায়তা করব না। এ সময় ব্যক্তিকে রক্ষার পরিবর্তে দেশ রক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রীলঙ্কার বিদ্যমান পরিস্থিতিতে খাবার, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই জনগণকে আসন্ন বিপজ্জনক পরিস্থিতি অনুধাবন করার জন্য অনুরোধ করেছেন রনিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিফ অব ডিফেন্স স্টাফ, পুলিশের মহাপরিদর্শক ও তিন বাহিনীর কমান্ডারদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি করা হয়েছে বলে জানান রনিল বিক্রমাসিংহে। এই কমিটি রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে কাজ করবে বলে জানান তিনি।

এর আগে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। নতুন প্রসিডেন্ট নির্বাচনে এক সপ্তাহ সময় পাচ্ছেন আইনপ্রণেতারা। এ সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রাজাপক্ষের ঘনিষ্ঠ, ছয়বারের প্রধানমন্ত্রী ও নিজ দলের একমাত্র পার্লামেন্ট সদস্য রনিল বিক্রমাসিংহে। বিক্ষোভকারীরা এখন রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ চায়। তাকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। ফলে তিনি নির্বাচিত হলে আবার বিক্ষোভ শুরু হওয়ার শঙ্কা রয়েছে।

বিরোধীদের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন সাজিথ প্রেমাদাসা। এই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। কলম্বোর বিভিন্ন সুপারমার্কেটে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যও শেষ হয়ে যাচ্ছে। রান্নার গ্যাস, কেরোসিন, পেট্রল, চিনি, গুঁড়োদুধ ও ওষুধের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে নাগরিকদের।