Print Date & Time : 7 July 2025 Monday 8:09 am

শ্রীলঙ্কার রামবুক্কানায় আবারও কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার রামবুক্কানা শহরে আবারও কারফিউ জারি করা হয়েছে। বুধবার পুলিশ ওই শহরটিতে কারফিউ জারি করে। খবর এএফপির।

মঙ্গলবার তেল সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে রামবুক্কানা এলাকার একটি মহাসড়ক অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

গভীর অর্থনৈতিক সঙ্কটের জেরে চলমান অস্থিরতায় পুলিশের গুলিতে বেসামরিক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিন্দার ঝড় শুরু হয়েছে। সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কার সরকার বর্তমান পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চেয়েছে।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, তিনি পুলিশের গুলির ঘটনায় ‘অত্যন্ত দুঃখিত’। সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জনগণের অধিকারকে বাঁধা দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

স্থানীয় বাবুর্চি বসন্ত কুমারা বুধবার এএফপিকে বলেন, ‘আমার পায়ে ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। আমি পুলিশকে অনুরোধ করেছিলাম আমাকে না মারতে, কিন্তু তারা শোনেনি। মানুষ ক্ষুব্ধ। আমরা সবাই দরিদ্র, যারা মৌলিক অধিকারের জন্য লড়াই করছি।’

রামবুক্কানায় বুধবার সকাল থেকে দোকানপাট বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ নগরীতে কারফিউ জারি করেছে।