শেয়ার বিজ ডেস্ক : শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সোমবার থেকে এটি কার্যকর হচ্ছে। খবর রয়টার্সের।
স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জরুরি অবস্থা নিয়ে বিক্রমাসিংহে একটি নোটিস জারি করেছেন। যেখানে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।
শ্রীলঙ্কার পার্লামেন্ট শনিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক করে। সংকট-বিধ্বস্ত দেশটিকে কিছুটা স্বস্তি দিতে জ্বালানির একটি চালানও ইতোমধ্যে পৌঁছেছিল। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত অনুষ্ঠিত হবে। পার্লামেন্টে ভোটাভুটির আগে এ জরুরি অবস্থা জারি করা হলো।
রাজাপাকসের মিত্র বিক্রমাসিংহে পূর্ণকালীন রাষ্ট্রপতি পদ গ্রহণের শীর্ষ প্রতিযোগীদের মধ্যে একজন। কিন্তু বিক্ষোভকারীরা তার বিরুদ্ধেও বিক্ষোভ করছে। যার ফলে তিনি নির্বাচিত হলে আরও অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।
তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। গত ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে তিনি পদত্যাগ করেন। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া পক্ষের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

Print Date & Time : 29 August 2025 Friday 9:16 am
শ্রীলঙ্কায় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক,দিনের খবর ♦ প্রকাশ: