শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি,পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ

শেয়ার বিজ ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর আবারও দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এরকম পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ।
আজ বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ কথা জানায়।
প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর সামনে আসার পর বিক্ষোভকারীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। রাজধানী কলম্বোয় বিক্ষোভের মূল কেন্দ্রস্থল গলে ফেস গ্রিন পার্কে মঙ্গলবার বিকাল থেকে যোগ দিতে থাকে হাজার হাজার বিক্ষোভকারী। দেশটিতে চলতে থাকা অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসে পরিবারকে দায়ী করেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ।
ডেইলি মিরর জানায়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একইসঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দাঙ্গাকারীদের গ্রেপ্তার ও তারা যেসব গাড়িতে চলাফেরা করছে, তা জব্দ করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন রনিল বিক্রমসিংহ।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে কয়েকজন আহত হয়েছেন।
বিক্ষোভে নেতৃত্বদানকারী সাব্বির মোহাম্মদ আলজাজিরাকে বলেন, ‘অন্তত এক হাজার ৫০০ বিক্ষোভকারী জড়ো হয়েছেন। আমরা তাকে (রনিল বিক্রমাসিংহ) অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, যদি তিনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ না করেন, তবে আমরা আমাদের দখলকৃত ভবনগুলো হস্তান্তর করব না এবং আন্দোলন চালিয়ে যাব। সূত্র : ডেইলি মিরর, আলজাজিরা