Print Date & Time : 7 September 2025 Sunday 9:18 am

শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু

শেয়ার বিজ ডেস্ক : দেশ ছেড়ে পালানো সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। এদিকে দেশটিতে কিছুটা স্বস্তি ফেরাতে জ্বালানিবাহী একটি জাহাজ পৌঁছেছে।

প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ পরে সেখান থেকে সিঙ্গাপুর গিয়ে পদত্যাগপত্র পাঠান।

শনিবার ( ১৬ জুলাই) পার্লামেন্ট অভিমুখে সড়কে একশর বেশি পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যারিকেড ও পানি ছিটানো মেশিন রাখা হয়েছে। অপর পাশের রাস্তায় টহল দিচ্ছে ভারি অস্ট্রে সজ্জিত নিরাপত্তাবাহিনী। তবে বিক্ষোভকারীদের কাউকে দেখা যায়নি।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে এক সপ্তাহ সময় পাবেন আইনপ্রণেতারা। এই সময় পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রাজাপাকসের ঘনিষ্ঠ রনিল বিক্রমসিংহে।

বিক্ষোভকারীরা অবশ্য রনিল বিক্রমসিংহেরও পদত্যাগ চেয়েছেন। তবে শুক্রবার তাকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল। ফলে নির্বাচিত হলেও আবারো বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
বিরোধীদের মূল প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন সাজিথ প্রেমদাসা।

অর্থনৈতিক সংকটের কবলে পড়া শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরেই বিক্ষোভ চলছে। তবে গত সপ্তাহে সেই বিক্ষোভ চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে। কলম্বোর বিভিণ্ন সরকারি ভবন দখলে নেয় বিক্ষোভকারীরা। আর্থিক সংকটের জন্য তারা রাজা পাকসে পরিবারকে দায়ী করছেন।