Print Date & Time : 23 July 2025 Wednesday 6:54 pm

শ্রীলঙ্কা সফরে চোখ মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক:কাঁধের সফল অস্ত্রোপচারের পর লম্বা বিরতি। ফিরলেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু আগের সেই মোস্তাফিজুর রহমানকে দেখা যায়নি। তার বোলিং দেখে মনে হয়েছে চিরচেনা সেই কাটার আর সেøায়ার যেন এ বাঁহাতি ভুলেই গেছেন। যদিও ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে সব ম্যাচ খেলা হয়নি তার। মাঠে ফেরার লড়াইটা অবশ্য নিয়মিতই চালিয়ে যাচ্ছেন তিনি। সামনে ভারত সফর। প্রাথমিক স্কোয়াডে আছেন কাটার মাস্টার। তবে বাংলাদেশের এই পেস সেনসেশন আশা করছেন, শ্রীলঙ্কা সফরে পুরোপুরি ফিট হয়েই দলের সঙ্গে যোগ দেবেন।

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় দুটো প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। কিন্তু সেখানে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো রকমের রিস্ক নেয়নি টিম ম্যানেজমেন্ট। যদিও আনফিট বাঁহাতি এ পেসারকে কিউই সফরের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে হয়েছিল। যে ম্যাচে নিজেকে ঠিক চেনাতে পারেনি তিনি। ইনজুরির কারণে কিছুটা অস্বস্তিতেও ভুগছিলেন। তাই তো দ্বিতীয় ওয়ানডেতে কাটার মাস্টারকে বিশ্রামে দেয় দলের কর্তাব্যক্তিরা। এরপর আবার তৃতীয় ওয়ানডেতে মাঠে দেখা যায় ‘দ্য ফিজ’কে। এই দুই ম্যাচে খরচে ছিলেন কাটার মাস্টার। নিয়েছিলেন ৪ উইকেট। এরপর খেললেন আরও দুটি টি২০। শেষ পর্যন্ত ইনজুরিটা আবার মাথাচাড়া দিয়ে উঠলো মোস্তাফিজের। এবার পিঠে ব্যথা। মেরুদণ্ড ছাড়িয়ে গেছে সেই ব্যথা। যে কারণে প্রথম টেস্টে দলে ছিলেন না তিনি। শেষ টেস্টে টাইগার স্কোয়াডে ইনজুরির মিছিলের কারণে মোস্তাফিজকে ১৪ সদস্যের দলে টানে বিসিবি। কিন্তু একাদশে ছিলেন না তিনি।

নিউজিল্যান্ডে সফরের শেষ পর্যন্ত দলের সঙ্গেই ছিলেন মোস্তাফিজ। ফিজিও এবং চিকিৎসকরা তাকে রেখেছিলেন গভীর পর্যবেক্ষণে। ক্রাইস্টচার্চে শেষ টেস্টের রোববার সকালে যখন টিম হোটেলে সাংবাদিকদের এ নিয়ে মোস্তাফিজ বলেন, ‘চোট মুক্ত হতে আমি প্রাণপণ চেষ্টা করছি। নেটে বল করছি। শনিবার প্রথম টানা ছয় ওভার বল করেছি। তাতে খুব বেশি ব্যথা লাগেনি। ব্যথাটা হচ্ছে কোমরের ডান দিক ঘেঁষে ঠিক পেছনের দিকে।’

সামনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট বাংলাদেশের। ইনজুরির সমস্যা থাকলেও এই টেস্টে টাইগারদের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন ১১ ওয়ানডেতে ৩০ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান। এরপরও এই বাঁহাতি পেসার শ্রীলঙ্কা সফরের দিকে তাকিয়ে রয়েছেন। আশা করছেন, ওই সফরের আগে নিজেকে শতভাগ ফিট করে তুলতে পারবেন। ‘শ্রীলঙ্কা সফর নিয়ে আমি আশাবাদী। এ সময়ের মধ্যে নিজেকে শতভাগ ফিট করতে চাই।’

এদিকে সোমবার ২ টেস্টে ৪ উইকেট নেওয়া মোস্তাফিজের ইনজুরি নিয়ে কোচ হাথুরুসিংহে বলেন, ‘ওর ইনজুরি নিয়ে কোনো সমস্যাই নেই, মেডিক্যালি শতভাগ ক্লিয়ার। চোট নিয়ে কোনো অস্বস্তিও বয়ে বেড়াচ্ছে না মোস্তাফিজ। ও নিজের ফিটনেস নিয়ে ঠিক আগের মতো আস্থার জায়গায় নেই। তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কোচিং স্টাফরা কাজ করে যাচ্ছেন। ও নিজেও সেই চেনা ছন্দে ফিরতে লড়ছে।’

গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কয়েকদিনের বিশ্রাম শেষে আবার নেমে পড়তে হবে ব্যাট-বলের লড়াইয়ে। হয়তো এই সময়ে অন্যরা ছুটি কাটালেও ব্যস্ত থাকতে হবে মোস্তাফিজকে। কেননা যত দ্রুত ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠবেন তিনি, ততই তা হবে দেশের ক্রিকেটের জন্য মঙ্গল। আর সেদিকেই এখন তাকিয়ে বাঁহাতি এ পেস সেনসেশন।