Print Date & Time : 8 September 2025 Monday 1:15 pm

ষড়যন্ত্র-পেশিশক্তিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি, কুমিল্লা: প্রযুক্তির অপব্যবহার করলে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী নই, আমরা পেশিশক্তিতে বিশ্বাস করি না; আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কী বলল, তাতে কোনো কাজ হবে না। বন্ধু দেশগুলো যেমন আমাদের পাশে ছিল, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেয়ার চেষ্টাও করেছে।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই আধুনিক টেকনোলজির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তাদের আইনের মুখোমুখি হতেই হবে। কেউ ভুয়া নিউজ করবেন না। উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেক যেটা বলে, সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন। তখন অনেকেই হেসেছিলেন। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে। এজন্য স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমি গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো খ্যাতনামা চিকিৎসকও গড়ে তুলতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার ডিসি মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মো. আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারসহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নেতাকর্মীরা।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার শ্বশুরের গ্রাম কুমিল্লা বরুড়ার উপজেলার মনোহরপুরে একটি বিদ্যালয়েরর উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।