ষষ্ঠবারের মতো সেরা আন্তর্জাতিক ব্যাংকের স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

এশিয়ামানি সেরা ব্যাংক অ্যাওয়ার্ড ২০২২-এ টানা ষষ্ঠবারের মতো ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’-এর পুরস্কার জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। টেকসই, অর্থনৈতিক ক্ষমতায়ন ও বৃহৎ আর্থিক অন্তর্ভুক্তির ওপর মনোনিবেশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এ পুরস্কার  দেয়া হয়।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, গত বছর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সফল হয়েছি এবং সবার সাহায্যার্থে দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা প্রদর্শনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছি। এ অর্জন তারই প্রমাণস্বরূপ। আমাদের ওপর বছরের পর বছর ধরে আস্থা অব্যাহত রাখায় ব্যাংকের সব গ্রাহক, নিয়ন্ত্রক, কমিউনিটিস এবং অন্য সব স্টেকহোল্ডারের প্রতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ। একইসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিবারের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ। তাদের সাহস, সংকল্প ও কর্মক্ষমতা আমাদের ধারাবাহিকভাবে সাহসী পদক্ষেপ নিতে এবং সেবামূলক কাজগুলো করতে অনুপ্রাণিত ও সাহায্য করে।

দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ডই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর সকল প্রকার আমদানি-রপ্তানি অর্থায়ন এবং বিদেশি ব্যাংক দ্বারা বিদ্যুৎ উৎপাদনের অর্থায়ন ও এসএমই ঋণ নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশেষ ভূমিকা রেখেছে। একইসঙ্গে রিটেইল ফাইন্যান্সিংয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ব্যাংকটি। স্ট্যান্ডার্ড চার্টার্ড মহামারি চলাকালেও দেশের সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ২০২১ সালে ৩০টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। বিজ্ঞপ্তি