নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণে জনজীবন বিপর্যস্ত, অবরুদ্ধতার কঠিন জালে আটকানো ছাড়া করোনা সংক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো প্রতিরোধ এখন পর্যন্ত অজানা। এই ক্ষুদ্র ভাইরাসের কাছে বিপর্যস্ত বিজ্ঞান ও বিজ্ঞানী। সবাই যার যার ঘরে বন্দি আজ। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিত্য খেটে খাওয়া অতি সাধারণ মানুষ। সব পরিস্থিতি বিবেচনায় এবং প্রয়োজনের তাগিদে এলাকাভিত্তিক লকডাউনে সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। গতকাল দুপুরে টাইগারপাসের বিন্নাঘাস প্রকল্প অফিসে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে সিটি মেয়র এসব কথা বলেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার ৫০০ শ্রমিক পরিবার ও চান্দগাঁওয়ের হাজিরপুল এলাকায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন সড়ক ঐক্য পরিষদের ৩৫০ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
মেয়র বলেন, ইতোমধ্যে ভেঙে পড়েছে প্রতিটি দেশ ও বিশ্বের অর্থনৈতিক মেরুদণ্ড। জীবনের পাশাপাশি জীবিকাও থেমে থাকবে না। দৈনন্দিন জীবিকা তথা অর্থনীতির চাকা অচল হয়ে গেলে জীবনও থেমে যেতে বাধ্য। সে অবস্থায় একসঙ্গে জীবন-জীবিকা নির্বাহ তথা স্বাস্থ্যবিধি মেনে সবকিছু সচল রাখার চেষ্টা করছে সরকার।