নিজস্ব প্রতিবেদক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে সারা বিশ্বে মানবিক সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৭ জুলাই) ডি-৮ মন্ত্রীদের ২০তম কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে সারা বিশ্ব এমনিতেই গভীর সংকটে। এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন বিপদের দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে এ যুদ্ধকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বে খাদ্য, সার, বিদ্যুৎ-জ্বালানি এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো দেশগুলোকে সবচেয়ে বেশি ধকল সইতে হচ্ছে। পণ্যসামগ্রী বেশিরভাগ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই মানবিক সংকট মোকাবিলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত। করোনা মহামারি ও যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। এ সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে।
প্রধানমন্ত্রী বলেন, আসুন, সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সম্ভাবনাগুলোকে কাজে লাগাই। সবাই একসঙ্গে কাজ করি।

Print Date & Time : 8 July 2025 Tuesday 5:32 pm
সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: