Print Date & Time : 25 July 2025 Friday 9:02 am

সংগীত শিল্পী কেকে’র মৃত্যু অস্বাভাবিক: বিজেপি

শেয়ার বিজ ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথকে (কেকে নামে পরিচিত) চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটি হত্যা। তার মৃত্যু অস্বাভাবিক বলে জানায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। হিন্দুস্তান টাইমস।

গতকাল সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান শহর কলকাতার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এমন অভিযোগ করেন দিলীপ।

বিজেপি নেতা বলেন, একটি লোককে হত্যা করা হলো। অমিত শাহ বলেছিলেন, ‘বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে’। আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। এটি কলেজের প্রোগ্রাম নয়। তৃণমূল (টিএমসি) পার্টির প্রোগ্রাম। ওরা লোক জড়ো করেছে। নেতারা অর্গানাইজ করেছে। ওকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। ওকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটি হত্যা।

দিলীপ ঘোষ আরও বলেন, অসুস্থ হওয়ার পর হাসপাতালে না নিয়ে হোটেলে নিয়ে যাওয়া হলো কেন? কেকে তো নিজে ঠিক করবেন না। উনি তখন অসুস্থ। বাকিরা কী করছিল? কার দায়িত্ব ছিল? উনি অসুস্থ বোধ করছেন, পাশে থাকা লোকজন চিৎকার করছে। একটা বদ্ধ জায়গায় ঘণ্টার পর ঘণ্টা গান করানো হয়েছে। উল্লাস করছে। অমানবিক ঘটনা। তদন্ত হোক।

তিনি প্রশ্ন করেন, এর পর কী দেশের বড় তারকারা আর কলকাতায় আসবেন? এবার তারাই ঠিক করবেন, তারা কী করবেন। বাংলার শিল্পীরা বলেছেন, এই জন্য আমরা নজরুল মঞ্চে যাই না। আমাদের বাংলার শিল্পীরা যেতে সাহস করেন না। কেন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে। আনন্দকে দুঃখে পরিণত করার যে চক্রান্ত এর পেছনে কে বা কারা দায়ী? সব জায়গায় রাজনীতি। সবকিছুর মধ্যে রাজনীতিকে টেনে গিয়ে তার থেকে ভোট নিতে হবে। মানুষের জীবনের মূল্য ভাবার দরকার রয়েছে।