Print Date & Time : 10 September 2025 Wednesday 12:20 pm

সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, জাতীয় নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

আদালতের অনুমতি ছাড়া খালেদার বিদেশে যাওয়ার সুযোগ নেইআদালতের অনুমতি ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার পরিবার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। কিন্তু সংবিধানে প্রচলিত আইন সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের বা নির্বাহী বিভাগের হাতে এমন কোনো ক্ষমতা দেয়নি। এ বিষয়ে আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।