নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপির জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার (২০ জুলাই) সকালে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিইসি।
আজ বুধবার বেলা ৩টায় বিএনপির সংলাপে অংশ নেয়ার জন্য সময় নির্ধারণ করেছিল কমিশন। তবে দলটি সংলাপে আসছে না বলে আগেই জানিয়ে দিয়েছে।
বিএনপি সংলাপে আসছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘আমরা ওয়েট করব। বিএনপিকে সংলাপে আনতে বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে তার কোনো উত্তর দেননি সিইসি।
সংলাপ শেষে সিইসি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ বিষয় নিয়ে সবাই কথা বলেছেন। আর আমরাও বলেছি, সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব, প্রত্যেক ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রতিটি দলই বলেছে, তারা ঐকমত্যে বিশ্বাস করে।
তিনি বলেন, আমরা যে দায়িত্ব নিয়েছি, আইন-কানুন এবং সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটা পালন করে যাব।’
