Print Date & Time : 28 August 2025 Thursday 8:14 pm

সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নতুন বছরের প্রথম অধিবেশন ওইদিন বিকাল ৪টায় বসবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন।

বছরের প্রথম অধিবেশন হিসেবে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশহিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব সংসদ গ্রহণ করবে।