Print Date & Time : 17 July 2025 Thursday 11:41 am

সংসদ নির্বাচন ৬৫৩ জন বিচারিক হাকিম চায় ইসি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ জন বিচারিক হাকিম চেয়েছে নির্বাচন কমিশন। ৭ জানুয়ারির ভোটের আগে-পরে পাঁচ দিনের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

ইসির আইন শাখার উপসচিব আবদুছ সালাম ইতোমধ্যে এ-সংক্রান্ত চিঠি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।

এতে ৩০০ আসনের জন্য উপজেলাভিত্তিক, সিটি এলাকায় ওয়ার্ডভিত্তিক একজন করে বিচারিক হাকিম নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, ৬৫৩ জন বিচারিক হাকিম কাজ করবেন পাঁচ দিন। ভোটের আগে দু’দিন, ভোটের দিন এবং ভোটের পরে দু’দিন তারা নিয়োজিত থাকবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা এসব অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

এসব নির্বাচনী অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বিধান রয়েছে।

ইতোমধ্যে ৩০০ নির্বাচনী এলাকায় ৩০০ জনকে দিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি করা হয়েছে।