Print Date & Time : 8 July 2025 Tuesday 12:21 am

সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল

শেয়ার বিজ ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, আওয়ামী ফ্যাসিবাদের রেখে যাওয়া ব্যবস্থাগুলো সংস্কার করতে সরকারের প্রধান বাধা বিভিন্ন রাজনৈতিক দল। তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তাদের চাওয়া শুধু নির্বাচন।

তাদের দাবি, ৫ আগস্টের পর দেশব্যাপী মামলা বানিজ্য হওয়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে শহিদ পরিবার।

মঙ্গলবার রাজধানীর গুলশানে অটোবি সেন্টারের সেলিব্রিটি কনভেনশন হলে আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে থানা প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন প্রমুখ।