Print Date & Time : 7 August 2025 Thursday 4:56 pm

সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা ওভাগ্নে নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে দোকানে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

সখীপুর থানার উপপরিদর্শক মো. মনির এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাটাজোড় বাজারে তাদের দোকানে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি পাথরপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।