সখীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

শেয়ার বিজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে পঞ্চগড় ও সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন (৬৩) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই এলাকার খোরশেদ আলম খুরছু মিয়ার ছেলে। এ ঘটনায় ধলা মিয়া (৪২) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৭ বছর আগে ইসমাইল হোসেন ওই এলাকার নছুমুদ্দিনের কাছ থেকে ১ একর জমি ক্রয় করেন। এরপর থেকে জমিটি ওই এলাকার নতু মোল্লার ছেলে আজিজ মোল্লা, তোফাজ্জল মোল্লা, নব্বে মোল্লার ছেলে রফিকুল ইসলাম গোনাই এবং আবুল হোসেনের ছেলে কামরুল হাসান ও সাইফুল ইসলাম জমিটি তাদের বলে দাবি করে কয়েকবার দখলের চেষ্টা করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আজিজ মোল্লা ও রফিকুল ইসলাম গোনাইয়ের নেতৃত্বে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে গেলে ইসমাইল হোসেন বাধা দেয়। একপর্যায়ে তারা ইসমাইল হোসেনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, ‘ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পঞ্চগড় : পঞ্চগড়ে পৃথক এলাকায় জান্নাতুল ফেরদৌস (১৮) ও লিপি আক্তার (২৮) নামে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের তালুকবাড়ি ও পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের কাকপাড়া নতুনহাট গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেনÑতেঁতুলিয়ার তালুকবাড়ি গ্রামের মুসলিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ও পঞ্চগড় সদরের কাকপাড়া নতুনহাট গ্রামের ভ্যানচালক গাজির স্ত্রী লিপি।

জানা যায়, তালুকবাড়ি গ্রামের মুসলিম উদ্দীনের স্ত্রী গৃহবধূ জান্নাতুল বাড়ির সবার অজান্তে নিজ শয়ন ঘরে ওড়না দিয়ে ঘরের স্বরের সঙ্গে গলায় ফাঁস  নিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশী এক চাচাতো বোন তাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে থানা পুলিশকে খবর দেয়। এদিকে রাতে পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের কাকপাড়া নতুনহাট গ্রামের ভ্যানচালক গাজির স্ত্রী লিপি আক্তার পেটে ৫ মাসের সন্তান রেখে ওড়না দিয়ে ঘরের স্বরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পর পরিবারের সদস্যরা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানা পুলশকে খবর দেয়। তবে লিপির আত্মহত্যার বিষয়টি রহস্যজনক বলে বলছেন স্থানীয়রা। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চৌবাড়ী এলাকার সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২২) ও স্ত্রী নূরী খাতুন (১৮)।

গতকাল রোববার কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে দীর্ঘ সময় পার হলেও ঘুম থেকে না ওঠায় শফিকুলের বাবা তাদের অনেক ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তার ছেলে শফিকুল ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ও তার পুত্রবধূর লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। শফিকুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এর আগেও শফিকুল দুইটি বিয়ে করেছিল। নূরী ছিল শফিকুলের তৃতীয় স্ত্রী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রকৃত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।