স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’ রাস্তায় বসবাসরত ভাসমান পথশিশু, বেদে, হিজড়া, মেথর, ডোম, বেকার সংগীতশিল্পী, বাজনাশিল্পী, মানসিক বিকারগ্রস্থ ছিন্নমূল মানুষ, যৌনকর্মীর শিশুদের খাবার, পোশাক শিক্ষা ও চিকিৎসা প্রদান করে থাকে। এরই অংশ হিসেবে চলতি বছরের বিগত পাঁচ মাসে সংগঠনটি প্রায় ৫ হাজার শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে। করোনাকালে ঈদে সংগঠনটি ৫০০ শিশুকে পোশাক প্রদান করে। ঈদের আগে এ পোশাক বিতরণ কার্যক্রমে সংগঠনের গভর্নিং বোর্ডের সদস্য কাজী আজিজুল ইসলাম, পরিচালক আহমেদ শামসুদ্দিন, সভাপতি মো. জসিম উদ্দিস খান ও শিশুদের জন্য আমরা সংগঠনের হাজেরা বেগম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
