সঞ্চালনায় ত্রপা মজুমদার

শোবিজ ডেস্ক: ত্রপা মজুমদার। অভিনয়শিল্পী ও নির্দেশক। শুধু টিভি নাটক নয়, নিজেকে বিশেষভাবে ব্যস্ত রেখেছেন মঞ্চনাটকেও। মঞ্চে অভিনয় ও নির্দেশনা দুটোতে তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বিটিভিতে প্রচারিত ‘উদ্ভাবকের খোঁজে’ নামের একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করেছেন তিনি। গতকাল বুধবার এসেছিলেন চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে। এতে মঞ্চের ব্যস্ততা, প্রথমবারের মতো রিয়্যালিটি শো সঞ্চালনার অভিজ্ঞতাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়Ñমঞ্চ নিয়ে এখন ব্যস্ততা কেমন? বললেনÑহ্যাঁ, সে ব্যস্ততা তো সব সময়ই রয়েছে। গঙ্গা-যমুনা নাট্যোৎসবে কোনো নাটক দেখানো হবে কি না জানতে চাইলে বলেন, এ উৎসবে আগামী শুক্রবার প্রদর্শিত হবে আমার নির্দেশিত নাটক ‘মুক্তি’। মা ও তিন মেয়ের কাহিনি নিয়ে নাটকটি রচিত। এটা আসলে আমেরিকান একটা নাটকের ভাবানুবাদ।

এ তো গেল নির্দেশক ত্রপা মজুমদারের ব্যস্ততা। কিন্তু অভিনয়? Ñনাটকটির নাম ‘মায়া নদী’। আমি সেখানে অভিনয় করেছি। বাংলাদেশের নদীগুলোর ওপর

নাটকটি নির্মিত। নিজের অভিনয় নিয়ে বললেন ত্রপা।

এছাড়া তার নির্দেশনায় আসছে ‘বারাম?খানা’ (ফকির লালন শাহের ওপর নির্মিত) ও ‘কুহক জাল’ নাটক দুটি।

নাটকের নির্দেশনা ও অভিনয়ের পাশাপাশি সম্প্রতি আপনি প্রথমবারের মতো সঞ্চালনার কাজ করছেন এর অভিজ্ঞতা কেমন?

এমন প্রশ্নের জবাবে ত্রপা বলেন, হ্যাঁ বেশ ভালো। একেবারে নতুন অভিজ্ঞতা। আর বিষয়টাও একটু ভিন্ন ধরনের। অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার (এইচডি মিডিয়া) উদ্যোগে সারা দেশে শুরু হওয়া এই

টিভি রিয়্যালিটি শো সঞ্চালনা করতে পারা সত্যিই আনন্দের। তাছাড়া আমি শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলাম।

এ বিষয়ে তারকা কথন অনুষ্ঠানে ত্রপা মজুমদারের সঙ্গে অংশ নেওয়া জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ (প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, একসেস টু ইনফরমেশন প্রকল্প) নাইমুজ্জামান মুক্তা বলেন, ‘বিষয়টি সত্যিই চ্যালেঞ্জিং ও প্রশংসাযোগ্য। তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের আমরা খুঁজে আনতে পেরেছি এর মাধ্যমে।’