Print Date & Time : 11 September 2025 Thursday 11:10 pm

সঞ্জয়-সানি-মিঠুন-জ্যাকির অ্যাকশনে ভরপুর ‘বাপ’

শোবিজ ডেস্ক: এক ছবিতে অভিনয় করবেন আশি ও নব্বইয়ের দশকে বলিউডে আলোড়ন সৃষ্টিকারী চার সুপারস্টার সানি দেওল, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত এবং মিঠুন চক্রবর্তী। জমজমাট অ্যাকশনে ভরপুর এই ছবির নাম ‘বাপ।’

এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড কাঁপানো এই চার সুপারস্টার। ছবিটির পরিচালক বিবেক চৌহান। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে চার তারকা পাশাপাশি বসে রয়েছেন।

ফার্স্ট লুকটি শেয়ার করেছেন জ্যাকি শ্রফ। আয়েশা শ্রফ এবং কৃষ্ণা শ্রফ ছবিতে মন্তব্য করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরাও।

জানা গেছে নব্বইয়ের ধাঁচের অ্যাকশন দেখা যাবে এই ছবিতে। মুম্বাইতেই হবে শুটিং। বেশিরভাগই হবে স্টুডিওর ভেতরে। ছবিটি কবে মুক্তি পাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।