নিজস্ব প্রতিবেদক: যেকোনো সেক্টরে ঠিকমতো কাজ করতে হলে ও কাজ আদায় করতে হলে সঠিক জায়গার জন্য সঠিক ব্যক্তিকে নিয়োগ দিতে হবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি আরও বলেন, প্রতিটি সেক্টরে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে সে লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজন যথাযথভাবে দক্ষ জনবল নিয়োগ দেওয়া। যদি দক্ষ জনবল নিয়োগ দেওয়া না হয়, তবে শুধু সময় নষ্ট হবে এবং লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে না।
গতকাল শুক্রবার ডিজিটাল প্ল্যাটফর্মে সিএফএ প্রিপ্যারাটরি প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চেয়ারম্যান বলেন, সঠিক ব্যক্তির সঙ্গে পেশাদার জনগণ, পেশাদার মান, পেশাদার শিক্ষা এবং পেশাদার শ্রেষ্ঠত্ব খুব দরকার। আট বছর বিজনেস স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলাম। ব্যবসা ও ইন্ডাস্ট্রিতে কী হয় তা দেখেছি এবং আমি অনুভব করেছি যে, পেশাদারিত্বের উন্নয়ন খুবই প্রয়োজন। তাই কখনও কোনো পেশাদারিত্বের সংগঠন বা সোসাইটি সহযোগিতা চাইলে চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ সাহায্য করার। আমার মনে পড়ে না আমি কোনো বিষয়ে কখনও না বলেছি।
অধ্যাপক বলেন, ‘বাংলাদেশ অর্থনীতিতে একটি নতুন ধারায় প্রবেশ করেছে। গতকাল আমি যখন অফিসের জন্য তৈরি হচ্ছি, তখন আমার মোবাইলে একটি এসএমএস আসে। চেক করে দেখি প্রধানমন্ত্রী এসএমএসের মাধ্যমে তিনটি হাততালি পাঠিয়েছেন। কারণ আগস্ট মাসে বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বে সবার থেকে ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি খুব ভালো অবস্থানে এগিয়ে যাচ্ছে।’
করোনা পরিস্থিতির কারণে অর্থনীতি এখনও কিছুটা কঠিন অবস্থার মধ্যে রয়েছে। আমদানি, রপ্তানি, রেমিট্যান্স ও অর্থনীতির সব কাঁটাই ভালো অবস্থার দিকে ফিরে যাচ্ছে। লক্ষ করলে দেখা যায়, পাবলিক ও প্রাইভেট সেক্টর উভয়ই একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি জানান, যখন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছি, তখন দেখতে পাই যে পাবলিক সেক্টর খুব দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সাধারণ বীমা করপোরেশনে কাজ করার সময় দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরে জনবলের খুবই অভাব এবং দক্ষ জনবলের অভাবে অর্থনীতিতে সেক্টরটি কোনো অবদান রাখতে পারছে না। জিডিপিতে এর অবদান নিশ্চিত করতে হলে সঠিক জনবলের দরকার। তখন প্রধানমন্ত্রী ও সচিব আসাদুল ইসলামের সঙ্গে আলোচনা করে দক্ষ জনবল তৈরিতে উদ্যোগ নেওয়া হয়।
সিএফএ সোসাইটি পদক্ষেপ নিয়েছে দক্ষ জনবল তৈরিতে এবং তার অংশ হিসেবে তিন মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সেই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে খুবই আনন্দিত।
বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও স্টক এক্সচেঞ্জের ২৫ ব্যক্তিকে তারা প্রশিক্ষণ দেবে। যারা ডিসিশন মেকার, পলিসি মেকার, সরাসরি অর্থনীতিতে অবদান রাখেন এবং ভবিষ্যতে নিয়ন্ত্রক হবেন, তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার যে উদ্যোগ সিএফএ সোসাইটি দিয়েছে, সে কারণে তাদের তিনি ধন্যবাদ জানান। যারা এই স্কলারশিপ ও উদ্যোগের পেছনে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে স্কলারশিপের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন, আশা করছেন মন্ত্রণালয় এটাকে সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র অর্থনীতিবীদ ফয়সাল আহমেদ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সংযোজন প্রফেসর লুৎফে সিদ্দিকী।