Print Date & Time : 2 August 2025 Saturday 11:29 pm

সঠিক সেবার মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলাই নার্সের ধর্ম

প্রতিনিধি, সাভার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে সিআরপি নার্সিং কলেজে শিরাবরণ অনুষ্ঠান-২০১৯ উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে ওই অনুষ্ঠানে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থীকে শপথবাক্য পাঠ করানো হয়।

সিআরপি নার্সিং কলেজের অধ্যক্ষ রুনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পরিচালক (প্রশাসন) শিরীনা দেলহুর। বিশেষ অতিথি ছিলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভেলরি এন টেইলর, সিআরপির নির্বাহী পরিচালক শফিক-উল-ইসলাম ও সিআরপির হেড অব এডুকেশন অধ্যাপক ডা. ওমর আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সিআরপি নার্সিং কলেজের প্রভাষক শফিউল আজম শাকিল।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ রুনু চৌধুরী শিক্ষার্থীদের ফ্লোরেন্স নাইটেঙ্গেলের আদর্শ ধারণ করে রোগী সেবা করার ব্রত নিয়ে পড়াশোনার উপদেশ দেন। তিনি বলেন, রোগীকে আপন মনে করে সঠিক সেবার মাধ্যমে তাদের সুস্থ করে তোলাই নার্সের প্রথম ধর্ম।

শিরীনা দেলহুর বলেন, বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নার্সিং পেশার বিষয়ে খুবই যতœশীল। বাংলাদেশের নার্সিং শিক্ষাকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে তিনি কাজ করছেন।